Posts

Showing posts from February, 2015

এন্ড্রয়েড ফোন থেকে ফ্রীতে ভিডিও কল ও চ্যাটিং করতে চাও ?

যাদের এন্ড্রয়েড ফোন আছে তাদের প্রথমে g-mail ID দিয়ে   Google Play store এ লগ ইন করতে হবে তার পর সার্চ বক্সে গিয়ে imo free video calls and chat এই   apps   টি ডাউনলোড করতে হবে । অথবা নিচের লিঙ্কে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে  অ্যাপস টি installed করলেও হবে । https://play.google.com/store/apps/details?id=com.imo.android.imoim&hl=en এরপর   অ্যাপস টি installed   হওয়ার পর ওপেন করলে যে নম্বর হতে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে তার নম্বর নিজে থেকে প্রদর্শন করবে । এরপর পরবর্তী পদক্ষেপ অনুসরন করলে তোমার বয়স কত তা চাইবে । সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে তোমার ফোন বুকের তালিকা হতে কোন কোন নম্বরে এই সুবিধা উপলব্ধ রয়েছে তা প্রদর্শন করবে এবং সেই সেই নম্বর গুলোতে ফ্রীতে ভিডিও কল ও চ্যাটিং করা যাবে । তবে এই সুবিধা পেতে গেলে অবশ্যয় ফোনটিতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং ডাটা ব্যাল্যান্স থাকতে হবে । ডাটা ব্যাল্যান্স না থাকলে মেন অ্যাকাউন্টস থেকে টাকা কাটবে এবং তা বেশ ব্যায়সাপেক্ষ । এর জন্য   কোনরকম তথ্যের সহায়তা প্রয়োজন হলে প্রথমে   g-mail   account     দিয়ে   sign in   করে তারপর কমেন্ট বক্সে লিখে জানাও

WBCS(Exe) 2015 পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগের জন্য অনলাইন দরখাস্ত আহব্বান করছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন

অনলাইন আবেদন শুরু হচ্ছে ৯ই ফেব্রুয়ারী, ২০১৫ তারিখ হতে । আবেদন করার শেষ তারিখ ২রা মার্চ, ২০১৫ মধ্যরাত্রি পর্যন্ত । অনলাইন আবেদন করা যাবে নিচের পোর্টালে   http://www.pscwbonline.gov.in আরও বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তি হতে কপি করে নিচে দেওয়া হল PUBLIC SERVICE COMMISSION, WEST BENGAL W.B.C.S. (Executive) etc. Examination, 2015 ADVERTISEMENT NO.1/2015 IMPORTANT INFORMATION In accordance with the State Services Recruitment Rules, the Public Service Commission, West Bengal will hold the West Bengal Civil Service (Exe) etc. Examination, 2015 on the results of which recruitment to the West Bengal Civil Service (Exe.) and certain other services and posts will be made. The rules of the examination and other particulars are stated in the following paragraphs. A candidate should verify from the notified rules that he/she is eligible for admission to the examination. The conditions prescribed cannot be relaxed. The W.B.C.S. (Exe.) etc. Examination will be held in two successive stages, viz., (i) Pre