৪৮৮ জন নার্স নিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি
আবেদনে শেষ তারিখ ১২ ফেব্রুয়ারী,২০১৫ বিকাল ৪টা পর্যন্ত ।
যোগ্যতা, কোন জেলায় কতজন নেওয়া হবে, আবেদনের ফর্ম ও এ সম্বন্ধে বিস্তারিত জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করে তা জানা যাবে ।
এর জন্য কোনরকম তথ্যের সহায়তা প্রয়োজন হলে প্রথমে g-mail account দিয়েsign in করে তারপর কমেন্ট বক্সে লিখে জানাও অথবা মেইল করো tkendra@rediffmail.com
বি.দ্র. এই তথ্যের সত্যতা যাচাই করার দায়িত্ব তোমাদের । টাইপ জনিত ভুলের জন্য বা অন্য কোন কারনের জন্য তথ্যকেন্দ্রে প্রদর্শিত তথ্য ব্যাবহারের ফলে কারো কোনপ্রকারের লোকসান হলে তার জন্য টিম তথ্য কেন্দ্র কোনভাবে দায়ি থাকবেনা । বিভিন্ন সুত্র হতে টিম তথ্য কেন্দ্র শুধুমাত্র তোমাদেরকে প্রাথমিক ভাবে জানানোর জন্য এই তথ্য প্রদান করছে এবং লিঙ্ক করা ওয়েবসাইট এর বিষয়বস্তুর বা কনটেন্টের জন্য আমরা দায়ী নয় ।
Comments
Post a Comment