৪৮৮ জন নার্স নিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি



আবেদনে শেষ তারিখ ১২ ফেব্রুয়ারী,২০১৫ বিকাল ৪টা পর্যন্ত ।

যোগ্যতা, কোন জেলায় কতজন নেওয়া হবে, আবেদনের ফর্ম ও এ সম্বন্ধে বিস্তারিত জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করে তা জানা যাবে । 



 
এর জন্য কোনরকম তথ্যের সহায়তা প্রয়োজন হলে প্রথমে g-mail account  দিয়েsign in করে তারপর কমেন্ট বক্সে লিখে জানাও অথবা মেইল করো tkendra@rediffmail.com 

বি.দ্র. এই তথ্যের সত্যতা যাচাই করার দায়িত্ব তোমাদের টাইপ জনিত ভুলের জন্য বা অন্য কোন কারনের জন্য  তথ্যকেন্দ্রে প্রদর্শিত তথ্য ব্যাবহারের ফলে কারো কোনপ্রকারের লোকসান হলে তার জন্য টিম তথ্য কেন্দ্র কোনভাবে দায়ি থাকবেনা বিভিন্ন সুত্র হতে টিম তথ্য কেন্দ্র শুধুমাত্র তোমাদেরকে প্রাথমিক ভাবে জানানোর জন্য এই তথ্য প্রদান করছে  এবং লিঙ্ক করা ওয়েবসাইট এর বিষয়বস্তুর বা কনটেন্টের জন্য আমরা দায়ী নয়

Comments

Popular posts from this blog

Swayam কি আপনি জানেন কি ?