এন্ড্রয়েড ফোন থেকে ফ্রীতে ভিডিও কল ও চ্যাটিং করতে চাও ?
যাদের এন্ড্রয়েড ফোন আছে তাদের
প্রথমে g-mail ID দিয়ে Google Play store এ লগ ইন করতে হবে তার পর সার্চ বক্সে গিয়ে imo free video calls and chat এই apps টি ডাউনলোড করতে হবে । অথবা নিচের লিঙ্কে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে অ্যাপস টি installed করলেও হবে ।
এরপর অ্যাপস টি installed হওয়ার পর ওপেন করলে যে নম্বর হতে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে তার নম্বর নিজে থেকে প্রদর্শন করবে । এরপর পরবর্তী পদক্ষেপ অনুসরন করলে তোমার বয়স কত তা চাইবে । সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে তোমার ফোন বুকের তালিকা হতে কোন কোন নম্বরে এই সুবিধা উপলব্ধ রয়েছে তা প্রদর্শন করবে এবং সেই সেই নম্বর গুলোতে ফ্রীতে ভিডিও কল ও চ্যাটিং করা যাবে । তবে এই সুবিধা পেতে গেলে অবশ্যয় ফোনটিতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং ডাটা ব্যাল্যান্স থাকতে হবে । ডাটা ব্যাল্যান্স না থাকলে মেন অ্যাকাউন্টস থেকে টাকা কাটবে এবং তা বেশ ব্যায়সাপেক্ষ ।
এর জন্য কোনরকম তথ্যের সহায়তা প্রয়োজন হলে প্রথমে g-mail account দিয়ে sign in করে তারপর কমেন্ট বক্সে লিখে জানাও অথবা মেইল করো tkendra@rediffmail.com
বি.দ্র. এই তথ্যের সত্যতা যাচাই করার দায়িত্ব তোমাদের । টাইপজনিত ভুলের জন্য বা অন্য কোন কারনের জন্য তথ্যকেন্দ্রে প্রদর্শিত তথ্য ব্যাবহারের ফলে কারো কোন প্রকারের লোকসান হলেতার জন্য টিম তথ্য কেন্দ্র কোনভাবে দায়ি থাকবেনা । বিভিন্ন সুত্রহতে টিম তথ্য কেন্দ্র শুধুমাত্র তোমাদেরকে প্রাথমিকভাবে জানানোর জন্য এই তথ্য প্রদান করছে এবং লিঙ্ক করা ওয়েবসাইট এর বিষয়বস্তুর বা কনটেন্টের জন্য আমরা দায়ী নয় ।
Comments
Post a Comment