এন্ড্রয়েড ফোন থেকে ফ্রীতে ভিডিও কল ও চ্যাটিং করতে চাও ?

যাদের এন্ড্রয়েড ফোন আছে তাদের

প্রথমে g-mail ID দিয়ে  Google Play store এ লগ ইন করতে হবে তার পর সার্চ বক্সে গিয়ে imo free video calls and chat এই  apps  টি ডাউনলোড করতে হবে । অথবা নিচের লিঙ্কে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে  অ্যাপস টি installed করলেও হবে ।


এরপর  অ্যাপস টি installed  হওয়ার পর ওপেন করলে যে নম্বর হতে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে তার নম্বর নিজে থেকে প্রদর্শন করবে । এরপর পরবর্তী পদক্ষেপ অনুসরন করলে তোমার বয়স কত তা চাইবে । সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে তোমার ফোন বুকের তালিকা হতে কোন কোন নম্বরে এই সুবিধা উপলব্ধ রয়েছে তা প্রদর্শন করবে এবং সেই সেই নম্বর গুলোতে ফ্রীতে ভিডিও কল ও চ্যাটিং করা যাবে । তবে এই সুবিধা পেতে গেলে অবশ্যয় ফোনটিতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং ডাটা ব্যাল্যান্স থাকতে হবে । ডাটা ব্যাল্যান্স না থাকলে মেন অ্যাকাউন্টস থেকে টাকা কাটবে এবং তা বেশ ব্যায়সাপেক্ষ ।

এর জন্য কোনরকম তথ্যের সহায়তা প্রয়োজন হলে প্রথমে g-mail  account  দিয়ে sign in করে তারপর কমেন্ট বক্সে লিখে জানাও অথবা মেইল করো tkendra@rediffmail.com 

বি.দ্র. এই তথ্যের সত্যতা যাচাই করার দায়িত্ব তোমাদের  টাইপজনিত ভুলের  জন্য বা অন্য কোন কারনের জন্য  তথ্যকেন্দ্রে প্রদর্শিত তথ্য ব্যাবহারের ফলে কারো কোন প্রকারের লোকসান হলেতার জন্য টিম তথ্য কেন্দ্র কোনভাবে  দায়ি থাকবেনা  বিভিন্ন সুত্রহতে টিম তথ্য কেন্দ্র শুধুমাত্র তোমাদেরকে  প্রাথমিকভাবে জানানোর জন্য এই তথ্য প্রদান করছে  এবং লিঙ্ক করা ওয়েবসাইট এর বিষয়বস্তুর বা কনটেন্টের জন্য আমরা দায়ী নয় 


Comments

Popular posts from this blog

Swayam কি আপনি জানেন কি ?