Executive Assistant,Secretary,Sahayak, Samiti Education Officer,Account Officer এবং Clerk-cum-Typist পদে মোট ১৭৭ জন লোক নিচ্ছে মালদা জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে নিয়োগ করার জন্য

প্রার্থী নির্বাচন হবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে ।


আবেদন করতে হবে অনলাইন এর মাধ্যমে নিচের লিঙ্কে



আরও বিস্তারিত জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করে তা জানা যাবে



আবেদনের শেষ তারিখ ০৬.০৪.২০১৫ বিকাল ৫টা পর্যন্ত ।

বি.দ্র. এই তথ্যের সত্যতা যাচাই করার দায়িত্ব তোমাদের  টাইপজনিত ভুলের  জন্য বা অন্য কোন কারনের জন্য  তথ্যকেন্দ্রে প্রদর্শিত তথ্য ব্যাবহারের ফলে কারো কোন প্রকারের লোকসান হলে তার জন্য টিম তথ্য কেন্দ্র কোনভাবে  দায়ি থাকবেনা  বিভিন্ন সুত্রহতে টিম তথ্য কেন্দ্র শুধুমাত্র তোমাদেরকে  প্রাথমিকভাবে জানানোর জন্য এই তথ্য প্রদান করছে  এবং লিঙ্ক করা ওয়েবসাইট এর বিষয়বস্তুর বা কনটেন্টের জন্য আমরা দায়ী নয় 


Comments

Popular posts from this blog

Swayam কি আপনি জানেন কি ?

কেন্দ্রীভূত ভর্তি পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধীনে বিভিন্ন বিষয়ে মেজর/সম্মান সহ B.A./ B.Sc./ B.Com-এ ভর্তির জন্য যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।