Executive Assistant,Secretary,Sahayak, Samiti Education Officer,Account Officer এবং Clerk-cum-Typist পদে মোট ১৭৭ জন লোক নিচ্ছে মালদা জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে নিয়োগ করার জন্য
প্রার্থী নির্বাচন হবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে ।
আবেদন করতে হবে অনলাইন এর মাধ্যমে নিচের লিঙ্কে
আরও বিস্তারিত জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করে তা জানা যাবে
আবেদনের শেষ তারিখ ০৬.০৪.২০১৫ বিকাল ৫টা পর্যন্ত ।
বি.দ্র. এই তথ্যের সত্যতা যাচাই করার দায়িত্ব তোমাদের । টাইপজনিত ভুলের জন্য বা অন্য কোন কারনের জন্য তথ্যকেন্দ্রে প্রদর্শিত তথ্য ব্যাবহারের ফলে কারো কোন প্রকারের লোকসান হলে তার জন্য টিম তথ্য কেন্দ্র কোনভাবে দায়ি থাকবেনা । বিভিন্ন সুত্রহতে টিম তথ্য কেন্দ্র শুধুমাত্র তোমাদেরকে প্রাথমিকভাবে জানানোর জন্য এই তথ্য প্রদান করছে এবং লিঙ্ক করা ওয়েবসাইট এর বিষয়বস্তুর বা কনটেন্টের জন্য আমরা দায়ী নয় ।
Comments
Post a Comment