মোবাইল এবং ডেক্সটপ বা ল্যাপটপ হতে বাংলা কিভাবে টাইপ করবে


মোবাইল থেকে বাংলা লিখতে হলেঃ

আজকাল অধিকাংশ মোবাইল ফোন ব্যাবহারকারী মোবাইল হতেই বাংলায় ফেসবুক বা ইমেইল করার সুবিধা পাচ্ছে বিশেষ করে যারা অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারী যারা এখনো এই সুবিধা পাচ্ছেনা অথচ বাংলা ব্যাবহার করতে ইচ্ছুক তাদের কি করতে হবে সেই ব্যাপারে আজকে বিস্তারিত জানাবো

যারা অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারী, প্রথমে তাদের ফোনের মেনুতে গিয়ে Google Play store বিকল্পতে গিয়ে তা খুলতে হবে এবং একটা g-mail account দিয়ে sign in করতে হবে এরপর search option  গিয়ে টাইপ করতে হবে Ridmik bangla keyboard অথবা এই লিঙ্কে https://play.google.com/store/apps/details?id=ridmik.keyboard&hl=en ক্লিক করলেও হবে যা সরসরি Play store এর Ridmik bangla keyboard নিয়ে যাবে এর পর তা install করতে হবে  Install হয়ে গেলে এবার যখনি কোন টাইপ করার প্রয়োজন হবে তখন আমি কোন ভাষায় টাইপ করতে চাই অর্থাৎ বাংলা না ইংরাজি তা পাছন্দ করে নিলেই হবে

ডেক্সটপ বা ল্যাপটপ হতে বাংলা টাইপ করতে হলেঃ
এই লিঙ্কে https://www.omicronlab.com/avro-keyboard.html ক্লিক করে সাইটে গিয়ে Download Avro Keyboard Now  ক্লিক করে অভ্র সফটওয়্যার ডাওনলোড করে নিলেই বাংলায় ফেসবুক বা -মেইল করা যাবে এর জন্য প্রতিবার keyboard  F12 Key ব্যাবহার করে বাংলা থেকে ইংরাজি বা ইংরাজি থেকে বাংলায় পরিবর্তন করা যাবে । এছারা অভ্র সফটওয়্যার দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড-এ বাংলায় টাইপ করাও যাবে ।

Comments

Popular posts from this blog

Swayam কি আপনি জানেন কি ?

কেন্দ্রীভূত ভর্তি পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধীনে বিভিন্ন বিষয়ে মেজর/সম্মান সহ B.A./ B.Sc./ B.Com-এ ভর্তির জন্য যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।