মোবাইল এবং ডেক্সটপ বা ল্যাপটপ হতে বাংলা কিভাবে টাইপ করবে
আজকাল অধিকাংশ মোবাইল ফোন ব্যাবহারকারী মোবাইল হতেই বাংলায় ফেসবুক বা ইমেইল করার সুবিধা পাচ্ছে । বিশেষ করে যারা অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারী । যারা এখনো এই সুবিধা পাচ্ছেনা অথচ বাংলা ব্যাবহার করতে ইচ্ছুক তাদের কি করতে হবে সেই ব্যাপারে আজকে বিস্তারিত জানাবো ।
যারা অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারী, প্রথমে তাদের ফোনের মেনুতে গিয়ে Google Play store বিকল্পতে গিয়ে তা খুলতে হবে এবং একটা g-mail account দিয়ে sign in করতে হবে এরপর search option এ গিয়ে টাইপ করতে হবে Ridmik bangla keyboard অথবা এই লিঙ্কে https://play.google.com/store/apps/details?id=ridmik.keyboard&hl=en ক্লিক করলেও হবে যা সরসরি Play store এর Ridmik bangla keyboard নিয়ে যাবে ।এর পর তা install করতে হবে । Install হয়ে গেলে এবার যখনি কোন টাইপ করার প্রয়োজন হবে তখন আমি কোন ভাষায় টাইপ করতে চাই অর্থাৎ বাংলা না ইংরাজি তা পাছন্দ করে নিলেই হবে ।
ডেক্সটপ বা ল্যাপটপ হতে বাংলা টাইপ করতে হলেঃ
এই লিঙ্কে https://www.omicronlab.com/avro-keyboard.html ক্লিক করে সাইটে গিয়ে Download Avro Keyboard Now এ ক্লিক করে অভ্র সফটওয়্যার ডাওনলোড করে নিলেই বাংলায় ফেসবুক বা ই-মেইল করা যাবে । এর জন্য প্রতিবার keyboard এ F12 Key ব্যাবহার করে বাংলা থেকে ইংরাজি বা ইংরাজি থেকে বাংলায় পরিবর্তন করা যাবে । এছারা অভ্র সফটওয়্যার দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড-এ বাংলায় টাইপ করাও যাবে ।
Comments
Post a Comment