CTET এর অনলাইন আবেদন করা ফর্মে ভুল সংশোধনের সুযোগ

অসাবধানতা বশত যাদের অনলাইন আবেদন করা ফর্মে ভুল ত্রুটি হয়েছে তারা
আগামী ২৩শে জানুয়ারী ২০১৫ পর্যন্ত তা CTET এর ওয়েবসাইট এ গিয়ে লগইন করে তা সংশোধন করতে পারবে ।

এর জন্য এই লিঙ্কে http://ctet.nic.in/ctetapp/Onlinecorrection/candauth.aspx ক্লিক করলে সরাসরি লগইন পৃষ্ঠায় যাওয়া যাবে যেখানে লগইন করে ফর্মের ভুল ত্রটি সংশোধন করা যাবে । 


এর জন্য কোনরকম তথ্যের সহায়তা প্রয়োজন হলে কমেন্ট বক্সে লিখে জানাও অথবা মেইল করো tkendra@rediffmail.com 


বি.দ্র. এই তথ্যের সত্যতা যাচাই করার দায়িত্ব তোমাদের টাইপ জনিত ভুলের জন্য বা অন্য কোন কারনে জন্য  তথ্যকেন্দ্রে প্রদর্শিত তথ্য ব্যাবহারের ফলে কারো কোনপ্রকারের লোকসান হলে তার জন্য টিম তথ্য কেন্দ্র কোনভাবে দায়ি থাকবেনা বিভিন্ন সুত্র হতে টিম তথ্য কেন্দ্র শুধুমাত্র তোমাদেরকে প্রাথমিক ভাবে জানানোর জন্য এই তথ্য প্রদান করছে  এবং মুল ওয়েবসাইট এর সঙ্গে লিঙ্ক করা আমাদের নীতি এবং লিঙ্ক করা সাইটের বিষয়বস্তুর জন্য আমরা দায়ী নয়

Comments

Popular posts from this blog

Swayam কি আপনি জানেন কি ?