ইন্সপেক্টর,(ব্যাকওয়ারড ক্লাস ওয়েলফেয়ার), মাইনোরিটি ডেভেলপমেন্ট অফিসার, রিসার্চ ইনভেস্টিগেটোর ও ফিসারি এক্সটেনশন অফিসার পদে মোট ৩৯০ জন লোক নিয়োগ WBSSC এর মাধ্যমে


WEST BENGAL STAFF SELECTION COMMISSION উপরোক্ত পদ গুলিতে মোট ৩৯০ জন লোক নিয়োগ করছে Combined Graduate Level Recruitment 2014 পরীক্ষার মাধ্যমে
। এর জন্য আবেদন করতে হবে অনলাইনে WBSSC এর অফিসিয়াল ওয়েবসাইটে 19TH JANUARY, 2015 বৈকাল ৪ টার মধ্যে । বিস্তারিত তথ্যের জন্য দেখতে হবে WBSSC এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbssc.gov.in এ । এখানে Apply option গিয়ে Online Application করতে হবে ।

এর জন্য কোন প্রকার তথ্যের সহায়তা প্রয়োজন হলে কমেন্ট এর মাধ্যমে লিখে জানাও । টিম তথ্যকেন্দ্র যথাসম্ভব চেষ্টা করবে তোমাদের সহায়তা করার । 

বি.দ্র. এই তথ্যের সত্যতা যাচাই করার দায়িত্ব তোমাদের । টাইপ জনিত ভুলের জন্য বা অন্য কোন কারনে জন্য কারো কোনপ্রকারের লোকসান হলে তার জন্য টিম তথ্য কেন্দ্র কোনভাবে দায়ি থাকবেনা । বিভিন্ন সুত্র হতে টিম তথ্য কেন্দ্র শুধুমাত্র তোমাদেরকে প্রাথমিক ভাবে জানানোর জন্য এই তথ্য প্রদান করছে ।

Comments

Popular posts from this blog

Swayam কি আপনি জানেন কি ?