পলিটেকনিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি JEXPO ও VOCLET এর মাধ্যমে



JEXPO VOCLET- এর আবেদনপত্র বন্টন দ্বিতীয় পর্যায়ে শুরু হল আজ হতে
। সমস্ত সরকারি ও বেসরকারি পলিটেকনিক হতে আবেদন পত্র পাওয়া যাবে ২২শে জানুয়ারী, ২০১৫ পর্যন্ত ।
যোগ্যতা JEXPO এর ক্ষেত্রে কমপক্ষে ৩৫ শতাংশ নমর সহ মাধ্যমিক পাশ । VOCLET এর ক্ষেত্রে WBSCVE&T এর Vocational / Technical বিভাগে 10+2 অথবা ২ বছরের ITI সহ মাধ্যমিক পাশ ।
বয়সের কোন ঊর্ধ্বসীমা নাই । আবেদন পত্রের মূল্য ৫০০ টাকা ।
বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট-এ দেখতে হবে http://webscte.org/

এর জন্য কোনরকম তথ্যের সহায়তা প্রয়োজন হলে কমেন্ট বক্সে লিখে জানাও অথবা মেইল করো tkendra@rediffmail.com 




বি.দ্র. এই তথ্যের সত্যতা যাচাই করার দায়িত্ব তোমাদের । টাইপ জনিত ভুলের জন্য বা অন্য কোন কারনে জন্য কারো কোনপ্রকারের লোকসান হলে তার জন্য টিম তথ্য কেন্দ্র কোনভাবে দায়ি থাকবেনা । বিভিন্ন সুত্র হতে টিম তথ্য কেন্দ্র শুধুমাত্র তোমাদেরকে প্রাথমিক ভাবে জানানোর জন্য এই তথ্য প্রদান করছে । 

Comments

Popular posts from this blog

Swayam কি আপনি জানেন কি ?

কেন্দ্রীভূত ভর্তি পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধীনে বিভিন্ন বিষয়ে মেজর/সম্মান সহ B.A./ B.Sc./ B.Com-এ ভর্তির জন্য যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।