IGNOU বিভিন্ন পাঠ্যক্রমে জানুয়ারি ২০১৫ ভর্তি চক্রের ফর্ম জমা দেওয়ার সময় সীমা বারিয়ে ১৫ই জানুয়ারি পর্যন্ত করেছে

লেটফাইন দিয়ে IGNOU বিভিন্ন পাঠ্যক্রমে জানুয়ারি ২০১৫ ভর্তি চক্রের ফর্ম জমা দেওয়ার সময় সীমা বারিয়ে ১৫ই জানুয়ারি, ২০১৫ পর্যন্ত করেছে । যারা এই চক্রে ভর্তি হতে ইচ্ছুক তারা এই ওয়েবসাইট এ বিস্তারির তথ্য পাবে www.ignou.ac.in অথবা
এই লিঙ্কে ক্লিক করতে পারে http://www.ignou.ac.in/userfiles/NOTIFICATION%202014.jpg



এর জন্য কোনরকম তথ্যের সহায়তা প্রয়োজন হলে কমেন্ট বক্সে লিখে জানাও অথবা মেইল করো tkendra@rediffmail.com 



বি.দ্র. এই তথ্যের সত্যতা যাচাই করার দায়িত্ব তোমাদের টাইপ জনিত ভুলের জন্য বা অন্য কোন কারনে জন্য কারো কোনপ্রকারের লোকসান হলে তার জন্য টিম তথ্য কেন্দ্র কোনভাবে দায়ি থাকবেনা বিভিন্ন সুত্র হতে টিম তথ্য কেন্দ্র শুধুমাত্র তোমাদেরকে প্রাথমিক ভাবে জানানোর জন্য এই তথ্য প্রদান করছে

Comments

Popular posts from this blog

Swayam কি আপনি জানেন কি ?